- সারাদেশ
- করোনায় 'আক্রান্ত সন্দেহে' ছাদ থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা
করোনায় 'আক্রান্ত সন্দেহে' ছাদ থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

চট্টগ্রামের বোয়ালখালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভেবে কলেজ ভবন থেকে লাফিয়ে পড়ে সুজন দেওয়ানজী (৩৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
শনিবার সকালে কধুরখীল জলিল আম্বিয়া কলেজের পঞ্চম তলা থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করেন।
নিহত সুজন দেওয়ানজী কধুরখীল ৫নং ওয়ার্ড এলাকার হরি চৌকিদার বাড়ীর টুন্টু দেওয়ানজীর ছেলে। তিনি একটি বেসরকারি শিল্প কারখানায় চাকরি করতেন। তার তিনটি মেয়ে রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মৃণাল কান্তি বিশ্বাস টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সুজন করোনায় আক্রান্ত হয়েছে জানিয়ে শুক্রবার রাতে স্ত্রীকে আলাদা থাকার জন্য বলেন। সুমনের স্ত্রী বিষয়টি সুমনের ভাইদেরকে জানালে তারা সুমনের করোনা পরীক্ষা করানোর উদ্যোগ নেন।
তিনি আরও জানান, সকালে করোনা টেস্ট করার জন্য সুমনকে উপজেলা হাসপাতালে নেওয়ার কথা থাকলেও সবার অগোচরে তিনি পাশ্বর্বতী জলিল আম্বিয়া কলেজের নতুন ভবনের ৫ম তলায় উঠে লাফ দেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা হাসপাতালে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
বোয়ালখালীর থানার উপ-পরিদর্শক (এস আই) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন