লিবিয়ায় দালালচক্রের হাতে নিহত হয়েছেন কিশোরগঞ্জের যুবক তোফাজ্জল তালুকদার (২২)। তিনি অষ্টগ্রাম উপজেলার কুমড়ি গ্রামের হাজীবাড়ীর মালয়েশিয়া প্রবাসী তোতা তালুকদারের ছোট ছেলে। এক প্রবাসীর দেওয়া মেসেঞ্জার বার্তায় তোফাজ্জলের মৃত্যুর খবর পেয়েছে পরিবারটি।

এ ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে। তোফাজ্জল ৯ মাস আগে দালালের মাধ্যমে লিবিয়া যান। পরে তাকে ত্রিপোলির মিজবা শহরে নিয়ে আটকে রাখা হয়েছিল।

তোফাজ্জলের বড় ভাই কাউছার তালুকদার জানান, দুই দিন আগে লিবিয়ার ত্রিপোলির মিছ রোডের বাসিন্দা সিরাজ হিরা নামে এক প্রবাসী মেসেঞ্জারে জানান, মুক্তিপণের জন্য জিম্মি করা দালালচক্রের হাতে মারা গেছেন তার ভাই তোফাজ্জল। ত্রিপোলিতেই তাকে দাফন করা হয়েছে। লিবিয়ায় বাংলাদেশি দূতাবাসে নিহতের তালিকা দেখে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন প্রবাসী হিরা।

কাউসার আরও জানান, আবদুল্লাহ নামে রংপুরের এক দালাল লিবিয়ায় বসবাস করেন। তিনিই তোফাজ্জলকে বেনগাজি থেকে ত্রিপোলি নিয়ে যান এবং মিজবা শহরে তাকে মুক্তিপণের জন্য আটক করে রাখে।

এদিকে ছোট ছেলের মৃত্যুর খবর পেয়ে মালয়েশিয়াতেই অসুস্থ হয়ে পড়েছেন তোফাজ্জলের বাবা তোতা তালুকদার। তাকে কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আংশকাজনক বলে জানা গেছে।

তোফাজ্জলের বড় ভাই আরও বলেন, তার গ্রামের বাড়ির একজন দালালের মাধ্যমে লিবিয়ায় গিয়েছিল তার ভাই। জিম্মি ঘটনায় তার হাত থাকতে পারে। তিনি এলাকায় খুব প্রভাবশালী। মানবপাচারের ঘটনায় তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।