বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে শনিবার সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শজিমেক হাসপাতালের সহকারি পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, শহরের নারুলী এলাকার ৬০ বছর বয়সী ওই ব্যক্তি আগে থেকেই কিডনি রোগে আক্রান্ত ছিলেন। এ ছাড়া তার ডায়াবেটিসও ছিল। কয়েকদিন আগে তার শ্বাস কষ্ট শুরু হলে চিকিৎসার জন্য তিনি শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শজিমেক হাসপাতালের জরুরি বিভাগে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে এক্সরে করিয়ে ওয়ার্ডে ভর্তির পরামর্শ দেন।

ডা. আব্দুল ওয়াদুদ বলেন, ‘ওই ব্যক্তি হাসপাতালে এক্সরে করিয়ে সকাল ৯টার দিকে ওয়ার্ডের দিকে যাচ্ছিলেন। কিন্তু ওয়ার্ডে পৌঁছার আগেই তার মৃত্যু হয়।’

মৃত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে কি’না-এমন প্রশ্নের জবাবে ডা. আব্দুল ওয়াদুদ বলেন, ‘না নমুনা সংগ্রহের আগেই সঙ্গে থাকা স্বজনরা তার লাশ নিয়ে চলে যান।’