- সারাদেশ
- নেত্রকোনায় একদিনে সর্বোচ্চ ৩৪ জনের করোনা শনাক্ত
নেত্রকোনায় একদিনে সর্বোচ্চ ৩৪ জনের করোনা শনাক্ত

নেত্রকোনায় করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় ৩১৫ জনের নমুনা পরীক্ষায় পুলিশ, ব্যাংকারসহ মোট ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় এ পর্যন্ত ২৮৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন, সুস্থ হয়েছেন ১০৩ জন এবং ৩ জন মারা গেছেন।
সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান জানান, জেলায় আক্রান্তদের মধ্যে দুর্গাপুরে থানা পুলিশের ২ জন, কৃষি ব্যাংকের একজনসহ মোট ৬ জন, কেন্দুয়ায় উপজেলা রিসোর্স সেন্টারের দুইজনসহ ১১জন, পূর্বধলায় সাতজন, বারহাট্রায় ৫জন, আটপাড়ায় ২ জন ও সদর উপজেলায় ৩ জন রয়েছেন।
তিনি জানান, ৪ হাজার ২৬৩ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়া গেছে ৪ হাজার ২টির । ল্যাবে পরীক্ষার জন্যে ২৬১টি নমুনা জমা আছে।
মন্তব্য করুন