- সারাদেশ
- সন্দ্বীপে পরিবেশ দিবসে 'পুন্নাল আড্ডা'
সন্দ্বীপে পরিবেশ দিবসে 'পুন্নাল আড্ডা'

চট্টগ্রামের সন্দ্বীপে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রকৃতিবিষয়ক সংগঠন তরুপল্লবের আয়োজনে অনুষ্ঠিত হলো ’পুন্নাল আড্ডা’। পুন্নাল এ দ্বীপের ঐতিহ্যবাহী বৃক্ষ, যা নগর উদ্যানে 'সুলতানচাঁপা' নামে পরিচিত।
শিশুসাহিত্যিক সাজিদ মোহনের উপস্থাপনায় শুক্রবার এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তরুপল্লবের সংগঠক জাহিদ রুমান।
তিনি বলেন, প্রতিটি এলাকারই এক বা একাধিক প্রতিনিধিত্বকারী বৃক্ষ আছে। পুন্নাল বিভিন্ন কারণে সন্দ্বীপের প্রতিনিধিত্ব করে। আমরা এ জন্যই পুন্নালকে বেছে নিয়েছি।
আলোচনায় নীলাঞ্জন বিদ্যুৎ বলেন, একসময় সন্দ্বীপে পুন্নালের প্রাচুর্য ছিলো। জাহাজ নির্মাণেও ছিলো সন্দ্বীপ বিখ্যাত। জাহাজ নির্মাণের জন্য ব্যাপকভাবে নিধন করা হয় বৃক্ষটি।
কোভিড-১৯ এর কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে আরও আলোচনা করেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাঈনউদ্দীন, ব্যাংকার মোস্তফা হায়দার, মোজাম্মেল হোসেন, শিক্ষক শামসুত তিবরীজ, সাহিদুল ইসলাম বাবু, জাহিদুল আলম, আজগর হোসেন বাঁধন প্রমুখ।
অনুষ্ঠানে কমরেড মুজফ্ফর আহমদ রচিত "সন্দ্বীপের পুন্নাল বৃক্ষ ও পুন্নাল তৈল" প্রবন্ধটি পাঠ করেন আবৃত্তিকার সুরজিত দাশ। রবীন্দ্রসংগীত পরিবেশন করেন সঞ্জীব রায়।
আলোচনা শেষে স্থানীয় বিভিন্ন গাছ ও ফুলের পরিচিতি তুলে ধরেন জাহিদ রুমান। প্রেস বিজ্ঞপ্তি।
মন্তব্য করুন