সুনামগঞ্জের ছাতকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারকালে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে আটক গিয়াস উদ্দিন (৫৫) উত্তর খুরমা ইউনিয়নের কেজাউড়া গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। তার বিরুদ্ধে থানায় একটি মামলার পর শনিবার দুপুরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির (১০টাকা কেজির চাল) চাল ডিলার শামসু উদ্দিনের গোদাম থেকে বস্তাবদল করে পিকআপ ভ্যানে তুলছিলেন গিয়াস উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশসহ অভিযান চালান ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ সময় একটি চালের গোদাম থেকে বস্তাবদল করা ১১৬ বস্তা চাল ও ৯৯টি খালি বস্তাসহ ডিলারের ভাই গিয়াস উদ্দিনকে আটক করা হয়। তিনি বস্তা পাল্টিয়ে চটের বস্তায় সরকারি চাল ভরে অন্যত্র পাচারের চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

চাল আটকের ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো.শাহাব উদ্দিন বাদী হয়ে মধ্যরাতে আটক গিয়াস উদ্দিনসহ ৫ জনকে আসামি করে থানায় একটি মামলা করেন।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযানের সময় শামসুদ্দিন পালিয়ে যান তবে গিয়াস উদ্দিনকে চালসহ আটক করা হয়।