রাজধানীর আগারগাঁও এলাকা থেকে পিকআপভ্যান ভর্তি মালপত্র ডাকাতির ঘটনায় জড়িত দু’জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। তারা হলেন-মিরাজ কাজী ও ইসমাইল সরদার। 

শুক্রবার রাজধানীর আগারগাঁও ও রামপুরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতিতে ব্যবহৃত পিকআপ ও লুণ্ঠিত মালপত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) জ্যেষ্ঠ এএসপি জাহিদ আহসান জানান, শিউলী আক্তার নামে এক নারী গত ২৬ মে পিকআপ ভ্যান ভাড়া করে গাজীপুর থেকে পশ্চিম আগারগাঁওয়ের বিএনপি বাজার বস্তি এলাকায় আসছিলেন। গন্তব্যের কাছাকাছি এসে ইউজিসি ও বিপিএসসি ভবনের মধ্যবর্তী রাস্তায় হঠাৎ পিকআপ থামিয়ে দেয় চালক। এ সময় আসামি মিরাজ কাজী তার গলায় ছুরি ধরে ও ইসমাইল সরদার চাপাতি দিয়ে কোপানোর ভয় দেখায়। আর বিল্লাল নামে আরেকজন তার গলা থেকে চেইন খুলে নেয়। ঘটনাস্থলে আগে থেকেই ওঁৎ পেতে থাকা পাঁচজন তাকে পিকআপ থেকে নামিয়ে দেয়। এরপর ডাকাতদল তার সাংসারিক মালপত্রসহ পিকআপ নিয়ে চলে যায়। 

র‌্যাবের এ কর্মকর্তা জানান, মালপত্র উদ্ধার ও ডাকাতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গত ৩০ মে র‌্যাব-২ কার্যালয়ে আবেদন করেন শিউলি আক্তার। এরপর শুক্রবার প্রথমে আগারগাঁও থেকে মিরাজ ও পরে তার তথ্যে রামপুরার কুঞ্জবন রোড থেকে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। ইসমাইলের দেওয়া তথ্যে মালপত্র বোঝাই পিকআপটি উদ্ধার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির কথা স্বীকার করেছে। তারা দু’জনই একাধিক মামলার পলাতক ও পরোয়ানাভুক্ত আসামি। এ মামলার পলাতক অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।