- সারাদেশ
- মাগুরায় শ্বাসকষ্ট-জ্বর নিয়ে এক ব্যক্তির মৃত্যু
মাগুরায় শ্বাসকষ্ট-জ্বর নিয়ে এক ব্যক্তির মৃত্যু

মাগুরায় শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে শনিবার জাহিদুল মুন্সি (৮৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি মাগুরা শহরের পারনান্দুয়ালী পূর্ব মুন্সিপাড়া গ্রাামে।
মাগুরার সিভিল সার্জন ডাক্তার প্রদ্বীপ কুমার সাহা জানান, সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে জাহিদুল মুন্সি নামের ওই ব্যক্তি মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন