- সারাদেশ
- কমলগঞ্জে বজ্রপাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
কমলগঞ্জে বজ্রপাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে মনিবার বজ্রপাতে লতিফুর রহমান (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গোলের হাওর গ্রামের অলু মিয়ার ছেলে এবং উসমান আলী দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র।
ইসলামপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান জানান, দুপুর আড়াইটার দিকে দক্ষিণ গোলের হাওর এলাকার মেকাবিল বিওপি ক্যাম্প সংলগ্ন ধলাই নদীর পারে গরুর ঘাস তোলার সময় বজ্রপাতে গুরুতর আহত হয় লতিফুর। স্থানীয়রা দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকাল সাড়ে ৩টায় ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. তাসমিন বেগম তাকে মৃত ঘোষণা করেন।কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সরকারিভাবে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
মন্তব্য করুন