করোনা পরিস্থিতিতে মাস্ক ছাড়া ঘোরাফেরা করায় খুলনা নগরীতে ২৪ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নেতৃত্বে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই আদালত পরিচালনা করেন। আদালতে ২৪ জনকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তাদের মাস্ক সরবরাহ করা হয়।

জেলা প্রশাসক মো. হেলাল হোসেন জানান, এর আগে কয়েকবার গণবিজ্ঞপ্তি জারি করে বাইরে চলাচলের ক্ষেত্রে মাস্ক ব্যবহারের অনুরোধ জানানো হয়। এ নিয়ে নগরী ও জেলায় মাইকিংও করা হয়েছে। তারপরও যারা বাইরে বের হয়েছেন তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

তিনি জানান, এ সময় যাদের মাস্ক কেনার সার্মথ্য নেই জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের মাস্ক সরবরাহ করা হয়।