- সারাদেশ
- সোনাগাজীতে করোনায় মৃত ও আক্রান্তদের পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান
সোনাগাজীতে করোনায় মৃত ও আক্রান্তদের পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান

সোনাগাজীতে করোনায় মৃত ও আক্রান্তদের পবিরাবকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জনপ্রতি ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব বাড়ি বাড়ি গিয়ে অনুদানের চেক পরিবারের হাতে তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন উপজেলার চর মজলিশপুরের চান্দলা জামে মসজিদের ঈমাম মাওলানা হাফিজ আহমেদ ও নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের স্বাস্থ্যকর্মী মিজানুর রহমান। দুটি পরিবার অসচ্ছল হওয়ায় তাদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।
তিনি আরও জানান, এছাড়া করোনায় আক্রান্ত নিম্ম মধ্যবিত্ত ৫টি পরিবারকে ৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে। তারা হলেন, জিৎপুর গ্রামের দুলাল দাস, সৈয়দপুর গ্রামের মাহমুদুল হাসান, দৌলতকান্দি গ্রামের আবুল কাশেম রাজু ও আবদুল হালিম এবং আলমপুর গ্রামের কামাল উদ্দিন ।
চেক বিতরণের সময় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, রবিউজ্জামান বাবু, ইসহাক খোকন, প্রকল্প কর্মকর্তা আল নোমান ও উপজেলা ছাত্রলীগ সভাপতি রবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন