ফরিদপুরে কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), পিপিই, মাক্স ও হ্যান্ড গ্লাভস বিতরণ করেছে জলিল-আম্বিয়া সহায়তা ফাউন্ডেশন।

শনিবার সকালে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করেন জলিল-আম্বিয়া সহায়তা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক ওয়াহিদ মিলটন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক হাসানুজ্জামান, কামরুজ্জামান সোহেল, কে এম রুবেল, জাকির হোসেন, মফিজুর রহমান শিপন, হারুন আনসারী, সুজাউজ্জামান জুয়েল, সিরাজুল ইসলাম, তরিকুল ইসলাম হিমেল, খায়রুজ্জামান সোহাগ, কবি ও সাহিত্যিক মাজেদুল হক লিটু প্রমুখ।

অনুষ্ঠানে ফরিদপুর জেলায় ও উপজেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার ৩০ জন সাংবাদিককে পিপিই, মাক্স, হ্যান্ড গ্লাভস দেওয়া হয়।