- সারাদেশ
- চিলমারীতে করোনায় মৃত মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
চিলমারীতে করোনায় মৃত মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কুড়িগ্রামের চিলমারীতে করোনাভাইরাসে আক্রান্তে মৃত মুক্তিযোদ্ধা শহিদুল হক ছক্কুকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
উপজেলার থানাপাড়া এলাকার মৃত নজির হোসেন আকন্দের পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক ছক্কু তার নতুন বাড়ি বগুড়ায় দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। এর মধ্যে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন এবং শুক্রবার দুপুরে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে মৃত্যুবরণ করেন। শনিবার সকালে তাকে চিলমারী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে জানাজা নামাজ শেষে চিলমারী কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্ বলেন, মুক্তিযোদ্ধা শহিদুল হক করোনা পজেটিভ ছিলেন। তাই ব্যক্তিগত সুরক্ষাসহ নিয়ম মেনে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে।
মন্তব্য করুন