- সারাদেশ
- ক্রেতা সেজে পুলিশের অভিযান, দুই ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার
ক্রেতা সেজে পুলিশের অভিযান, দুই ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার

চট্টগ্রামের পাইকারি ওষুধের বাজার হাজারি গলিতে ক্রেতা সেজে অভিযান চালায় পুলিশ- সমকাল
ওষুধরে বাজারে নৈরাজ্য বন্ধে চট্টগ্রামের পাইকারি ওষুধের বাজার হাজারি গলিতে ক্রেতা সেজে অভিযান চালিয়ে দ্বিগুণ থেকে তিনগুণ দাম রাখায় দুই ঔষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন- ইমন মেডিকেল হলের মালিক শুভাস দেব ও ফুটপাতের ভাসমান ব্যবসায়ী শুভ দে। শুভাস চন্দনাইশ উপজেলার দেবের বাড়ির মৃত গোপাল বেদের ছেলে ও শুভ কক্সবাজার সদর উপজেরার মুন্সি মেম্বারের বাড়ির বিরণ কান্তি দে’র ছেলে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহ মোহাম্মদ আবদুর রউফ বলেন, ওষুধ নিয়ে অরাজতার অভিযোগ পাচ্ছিল পুলিশ। পুলিশ হাজারি গলিতে ওষুধ কারসাজি না করতে ব্যবসায়ীদের সতর্ক করেছিল, কিন্তু কেউ শুনেনি। আজ থেকে অ্যাকশন শুরু। ২২০ টাকার স্যাভলন বিক্রি হচ্ছিল ৫০০ টাকায় এবং ২০০ টাকার হেক্সল ২৫০ টাকায় বিক্রির হাতেনাতে প্রমাণ পাই। যারাই কারসাজি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কোতোয়ালী থানার ইন্সপেক্টর তদন্ত মো. কামরুজ্জামান বলেন, ক্রেতা সেজে আমাদের কয়েকজন পুলিশ সদস্য হাজারি গলিতে ঔষধ কিনতে যান। তারা পাঁচ হাজার টাকার স্যাভলনসহ নানা রকমের ওষুধ কিনেন। দ্বিগুণ-তিনগুণ দাম রাখায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ১৮৫ লিটার স্যাভলন ও হেক্সল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা
মন্তব্য করুন