- সারাদেশ
- সিরাজগঞ্জে করোনায় কলেজছাত্রীর মৃত্যু
সিরাজগঞ্জে করোনায় কলেজছাত্রীর মৃত্যু

সিরাজগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তামান্না খাতুন (২০) নামে নার্সিং কলেজের ছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তামান্না সিরাজগঞ্জের এনায়েতপুরের খাজা ইউনুস আলী নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তিনি পাবনার আটঘড়িয়া উপজেলার সঞ্জয়পুর কামারপাড়ার বাবুল হোসেনের মেয়ে।
গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে চিকিৎসকসহ ১৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১৬৬।
তামান্নার মামা হাসিবুল হাসান জানান, আম গাছ থেকে পড়ে আহত হন তামান্না। প্রথমে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ২৮ মে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে যখন ভর্তি হয়, তখন তার করোনার কোন উপসর্গই ছিল না। হাসপাতালে ভর্তির পর তার শরীরে করোনা উপসর্গ দেখা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ পরে তার নমুনা পরীক্ষার জন্য পাঠায়। সোমবার তার রিপোর্ট পজিটিভ আসে। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের দুই চিকিৎসকসহ জেলায় ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত তিনজনের মৃত্যু হলো। নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থেকে নিজ ব্যবস্থাপনায় চিকিৎসা গ্রহণ করছেন আক্রান্তরা।
সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, তামান্নার মৃত্যুর পর চিকিৎসার বকেয়া বিল নিয়ে ঝামেলার কারণে লাশ হস্তান্তরে বিলম্বিত হয়। স্বজনরা বিষয়টি জানালে আমার রেফারেন্স দিয়ে অধ্যক্ষের সঙ্গে আলোচনার পরামর্শ দেওয়া হয়।
খাজা ইউনুস আলী নার্সিং কলেজের প্রিন্সিপাল রওশন আরা জানান, বাড়িতে গাছ থেকে পড়ে তামান্না অসুস্থ হয়। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসারত অবস্থায় সে মারা গেছে বলে শুনেছি।
মন্তব্য করুন