- সারাদেশ
- সিলেটে আরও ১২৪ জনের করোনা শনাক্ত
সিলেটে আরও ১২৪ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগে আরও ১২৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যাদের মধ্যে নূন্যতম ৮৯ জন সিলেট জেলার বাসিন্দা। ফলে সিলেট জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে।
এখন পর্যন্ত ‘হটস্পট’ সিলেটে মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৭৭ জন। আর চার জেলা মিলে বিভাগের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৮২২ জন।
বুধবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ছাড়াও ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এদের মধ্যে ওসমানীর ল্যাবে ৯১ জন এবং ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউটের ল্যাবে ৩৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ওসমানীর ল্যাবে সুনামগঞ্জ ও হবিগঞ্জের একজন করে শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানিয়েছেন, ঢাকা থেকে ই-মেইলের মাধ্যমে ১৫৪ জনের নমুনা রিপোর্ট পাঠানো হয়েছে; যাদের মধ্যে ৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ঢাকার পাঠানো রিপোর্ট অনুযায়ী শনাক্ত হওয়া কোন জেলার কতজন; তা নিশ্চিত করে বলতে পারেননি ডা. আনিসুর রহমান।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বুধবার ১৭৯ জনের নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে ৫৫ জনের রিপোর্টে করোনা পজেটিভ এসেছে। এদের মধ্যে ৫৩ জন সিলেট জেলার এবং অপর দুইজন হবিগঞ্জ ও সুনামগঞ্জের বাসিন্দা। এই দুইজন বর্তমানে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া মঙ্গলবার ওসমানীর ল্যাবে দুই দফায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা হলেও সময় স্বল্পতায় সবার রিপোর্ট দেওয়া সম্ভব হয়নি। ডা. হিমাংশু লাল জানান, সেদিন প্রথম ৯৪ জনের মধ্যে ৫০ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়েছিল। বাকি ৯৪ জনের রিপোর্ট বুধবার সকালে মিলেছে; যাদের মধ্যে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনায় ৩৮ জন মারা গেছেন এবং ৪১৫ জন সুস্থ হয়েছেন। বর্তমানে চার জেলার বিভিন্ন হাসপাতালে ২৪৫ জন চিকিৎসাধীন আছেন।
মন্তব্য করুন