- সারাদেশ
- সোনারগাঁয়ে স্বাস্থ্যকর্মীসহ আরও ৭ জনের করোনা শনাক্ত
সোনারগাঁয়ে স্বাস্থ্যকর্মীসহ আরও ৭ জনের করোনা শনাক্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একজন স্বাস্থ্যকর্মীসহ আরও ৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ৭ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া যায়। তাদের মধ্যে চারজন প্রাপ্ত বয়স্ক পুরুষ ও তিনজন নারী। এ নিয়ে সোনারগাঁয়ে ৩১৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৪ হয়েছে। সুস্থ হয়েছেন ১২৩ জন। বাকিরা চিকিৎসা নিচ্ছেন।
ডা. পলাশ কুমার জানান, নতুন শনাক্ত ৭ জনের মধ্যে সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নে এক নারী স্বাস্থ্যকর্মী, সোনাপুর গ্রামে এক পুরুষ, সোনারগাঁ পৌরসভার অর্জুন্দী গ্রামে এক নারী, দত্তপাড়া গ্রামে এক পুরুষ, মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ গ্রামে এক নারী, বাড়ি মজলিস গ্রামে এক পুরুষ ও সনমান্দি ইউনিয়নের গিরদান গ্রামে এক পুরুষ রয়েছেন।
মন্তব্য করুন