- সারাদেশ
- দাঁড়িয়ে থাকা ট্রাকে নসিমনের ধাক্কা, নিহত ২
দাঁড়িয়ে থাকা ট্রাকে নসিমনের ধাক্কা, নিহত ২

ট্রাক জব্দ করে নিয়ে যাচ্ছে পুলিশ
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে নসিমনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামের শাহজাহান মুন্সির ছেলে নসিমনচালক সোহেল মুন্সি (৩৮) ও উত্তর দুধখালি গ্রামের নূর উদ্দিন খলিফার ছেলে পেঁয়াজ ব্যবসায়ী সেলিম খলিফা (৪৫)।
রাজৈর থানার ওসি শওকত জাহান জানান, রাজৈর উপজেলার টেকেরহাটের তুলাতলা নামক স্থানে দাঁড়ানো ট্রাকের পেছনে মাদারীপুর থেকে আসা নসিমনটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমনচালক ও এক যাত্রী নিহত হন।
মস্তফাপুর হাইওয়ে ফাঁড়ির ইনর্চাজ দ্বীন মোহাম্মাদ জানান, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে এবং ট্রাক ও নসিমন জব্দ করা হয়েছে।
মন্তব্য করুন