- সারাদেশ
- দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে অপহরণের পর হত্যা
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে অপহরণের পর হত্যা

আবুল বাসার লাভলু
দক্ষিণ আফ্রিকায় আবুল বাসার লাভলু নামে এক বাংলাদেশিকে অপহরণের পর হত্যা করেছে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা। স্থানীয় সময় বুধবার রাতে দক্ষিণ আফ্রিকার পিটুরিয়া শহর এলাকার একটি পুকুরে তার মরদেহ পাওয়া যায়।
লাভলু দাগনভূঞা পৌরসভার উত্তর চাঁদপুর গ্রামের প্রয়াত ছিদ্দিকুর রহমানের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, লাভলু গত ৮/১০ বছর আগে ভিটেমাটি বিক্রি করে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। প্রথমে অন্যের দোকানে চাকরি করে পরে নিজেই ব্যবসা শুরু করেন পিটুরিয়া শহর এলাকায়। ঘটনার ১০ দিন আগে আফ্রিকার অজ্ঞাতনামা কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা লাভলুর দোকানে ঢুকে তাকে অপহরণ করে নিয়ে যায়। স্থানীয় সময় বুধবার রাতে লাভলুর লাশ পিটুরিয়া শহর এলাকার একটি পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। বিষয়টি আফ্রিকায় থাকা নিহতের শ্যালক শাওন ফোনে পরিবারকে জানায়।
নিহতের জামাতা শাহাদাত হোসেন জানান, তার শ্বশুরের মরদেহ আগামী সপ্তাহে দেশে আনার প্রক্রিয়া চলছে।
দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম সিকদার জানান, বিষয়টি তিনি শুনেছেন।
মন্তব্য করুন