- সারাদেশ
- খুলনায় করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
খুলনায় করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

প্রতীকী ছবি
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ (জ্বর ও শ্বাসকষ্ট) নিয়ে জান মোহাম্মদ (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
তিনি নগরীর খালিশপুর বঙ্গবাসী মোড় এলাকার বাসিন্দা ছিলেন।
ওই ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. মিজানুর রহমান জানান, জান মোহাম্মদকে বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। আধা ঘণ্টা পরই তিনি মারা যান।
তিনি আরো জানান, জান মোহাম্মদ করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য তার নমুনা পরীক্ষা করা হবে। ইতোমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে।
মন্তব্য করুন