চট্টগ্রামের সীতাকুণ্ডে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলশনে থাকা এক যুবকের (৩৩)  মৃত্যু হয়েছে। 

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি) হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান। 

এ নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে টানা ছয়দিনে করোনাভাইরাসে (কোভিড-১৯) এর উপসর্গ নিয়ে ১২ জন মারা গেলেন। 

ছলিমপুর ইউপি সদস্য মোহাম্মদ জাবেদ বলেন, জ্বরের ছয়দিনের মাথায় মঙ্গলবার শ্বাসকষ্ট শুরু হলে ওই যুবক নিজেই গিয়ে বিআইটিআইডিতে নমুনা দিয়ে আসেন। বুধবার সকাল থেকে তার শ্বাসকষ্ট অতিমাত্রায় বেড়ে যায়। বিষয়টি জানার পর দুপুরে আমি নিজেই বিআইটিআইডিতে ওই যুবককে ভর্তি করাই। রাতে তার মৃত্যু হয়। তার নমুনার রিপোর্ট পাওয়া যায়নি। স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার সকালে ওই যুবকের লাশ দাফন করা হয়েছে।

এদিকে, সীতাকুণ্ড মডেল থানার সাত পুলিশ সদস্যসহ আরও ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। আইসোলেশনে আছেন ইন্সপেক্টর (ইনটিলিজেন্স) সুমন বণিক। আর করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া থানার এসআই এমরানুল ইসলাম নমুনা রিপোর্টও এসেছে পজিটিভ।