হবিগঞ্জের মাধবপুর থানার ৮ পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মাধবপুরে করোনা রোগীর সংখ্যা ১৭ জন।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইশতিয়াক আল মামুন জানান, মাধবপুর থানার বেশ ক’জন পুলিশ সদস্যের করোনা উপসর্গ দেখা দেওয়ায় তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে বৃহস্পতিবার সকালে ঢাকা আইইডিসিআরে ৮ জন পুলিশ সদস্যের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।

তিনি জানান, আক্রান্ত ৮ পুলিশকে আইসোলেশনে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, এর আগে গত ৩ জুন মাধবপুর পৌরসভার কাটিয়ারা পাড়ার গীতা রায় (৬৫) নামের এক স্বাস্থ্যকর্মী করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর জানা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন।