সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের বাবুলীদহ গ্রামে আগুন লেগে ৫টি বাড়ি পুড়ে গেছে। বুধবার গভীর রাতের এই অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয়দের। 

স্থানীয়দের ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের ঘটনা ঘটেছে। উধুনিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জানান, শাহীন আলমের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পার্শ্ববর্তী আফজাল হোসেন, স্বপন হোসেন, মিন্টু মিয়া ও আব্দুস ছাত্তারের বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে এসব বাড়ির মোট ৮টি ঘর, ধান, চাল, নগদ টাকা, ইলেকট্রনিক্স সামগ্রী, কাপড় চোপড় সবই পুড়ে যায়। গ্রামের লোকজন কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। 

চেয়ারম্যান আরো জানান, উধুনিয়া গ্রামে যাওয়ার উপযুক্ত রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়েও ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। সবমিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা।