- সারাদেশ
- পটুয়াখালীতে করোনায় আক্রান্তের সংখ্যা একশ’ ছাড়ালো
পটুয়াখালীতে করোনায় আক্রান্তের সংখ্যা একশ’ ছাড়ালো

পটুয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা একশ’ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৩ জনে। এর মধ্যে মারা গেছেন ৬ জন। সুস্থ হয়েছেন ৩১ জন। চিকিৎসাধীন রয়েছেন ৭৬ জন।
নতুন আক্রান্তের মধ্যে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহাও রয়েছেন।
পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম শিপন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগের চেয়ে নমুনা সংগ্রহ (টেস্ট) বাড়ছে। এ কারণে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। এখন টেস্ট যত বেশি হবে, করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ততই বাড়বে।
পটুয়াখালীর সিভিল সার্জন দপ্তর সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৩ জন, বাউফলে ৩ জন, গলাচিপা, কলাপাড়া ও দুমকিতে ১জন করে করোনা রোগী রয়েছেন।
মন্তব্য করুন