ফেনীর ছাগলনাইয়ায় পৌরসভা লকডাউন করার ঘোষণা দিয়েছে প্রশাসন।

শুক্রবার থেকে ছাগলনাইয়া পৌরসভা আগামী ১৪দিনের জন্য লকডাউন করার ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

গত দুই মাসে ছাগলনাইয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অর্ধশত, মারা গেছেন সাতজন।

ইউএনও সাজিয়া তাহের সমকালকে জানান কাঁচা বাজার প্রতিদিন বেলা ১২টা পর্যন্ত, মুদি দোকান সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত  ও ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা রাখার বিধান রেখে নির্দেশনা জারি করা হয়েছে। রিকশা, মোটরসাইকেল ও বাইসাইকেল চলতে দেওয়া যাবে না।কেউ নির্দেশনা অমান্য করে অহেতুক রাস্তায় ঘোরাঘুরি করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড বা জেল বা উভয় দণ্ড দেওয়া হবে।  

নাগরিকদের প্রয়োজনীয় কাজ, রোগী বহন করতে প্রতি ওয়ার্ডে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।