- সারাদেশ
- শ্রীপুরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা গেলেন যুবক
শ্রীপুরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা গেলেন যুবক

ফাইল ছবি
অন্যের অনুরোধ রক্ষা করতে গাছের আম পাড়তে উঠে বিদ্যুৎস্পর্শে মারা গেলেন ইসরাইল মোল্ল্যা (২৮) নামে এক যুবক।
মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া গ্রামে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
ইসরাইল উপজেলার বারইপাড়া গ্রামের মৃত রোস্তম মোল্ল্যার ছেলে।
শ্রীপুর থানার এ.এম.আই উজ্জল দাস জানান, ইসরাইল আম পেড়ে দেওয়ার জন্য খামারপাড়া গ্রামের মোহন ডাক্তারের গাছে উঠেছিল। আম গাছটির পাশ দিয়ে কভার বিহীন উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ-এর লাইন গিয়েছে। আম পাড়ার সময় কাঁচা কঞ্চি দিয়ে বানানো আম পাড়ার কোটা হঠাৎ বিদ্যুতের তারের উপর পড়লে বিদ্যুতায়িত হয়ে তিনি মৃত অবস্থায় গাছের ডালে ঝুলে ছিল। পরে শ্রীপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা তার মৃত দেহ উদ্ধার করেন।
ডা. মোহন বলেন, ভাবতেও পারিনি আম পাড়তে উঠে তার জীবনটাই এভাবে চলে যাবে।
শ্রীপুর থানার ওসি মো. আলী আহমেদ মাসুদ বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুস্তি চলছে।
মন্তব্য করুন