যশোরের নওয়াপাড়ায় পৌরসভার একজন কাউন্সিলরসহ আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের করোনা পজিটিভ ফল আসে। করোনা আক্রান্ত কাউন্সিলরের নাম মিজানুর রহমান (৫৮)। তিনি ওই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা আলীমুর রাজীব বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে অভয়নগরে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে।

তিনি জানান, কাউন্সিলর মিজান দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তার করোনা পজিটিভ ফল আসে। বর্তমানে তিনি হোম কোরাইন্টাইনে আছেন। তিনি আরও জানান, নতুন আক্রান্ত একজন করোনা রোগীর ডেঙ্গুও শনাক্ত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, গত ১০ জুন ওই পৌর কাউন্সিলরসহ ৩৫ জনের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে ৪ জনের করোনা পজেটিভ ফল আসে। এ পর্যন্ত এই উপজেলায় ৪৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

অভয়নগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সর আবাসিক কর্মকর্তা আলীমুর রাজীব জানান, গত ৫ মে প্রথম অভয়নগরে একজন সবজি বিক্রেতার (৭০) করোনা শনাক্ত হয়। এরপর তার নাতনী ও তৃতীয় শ্রেনীর এক শিক্ষার্থীর করোনা পজেটিভ ধরা পড়ে।  তিনি আরও জানান, ওই দুইজন সুস্থ হয়ে বাড়িতে গেছেন।

তিনি আরো জানান, এ পর্যন্ত  উপজেলায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে ৯ জন সুস্থ হয়ে বাড়িতে গেছেন। একজন ব্যবসায়ী মারা গেছেন।

তিনি বলেন, করোনা আক্রান্তদের মধ্যে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন ৪ জন । বাকিরা বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।