গাইবান্ধার সাঘাটায় নতুন করে আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই উপজেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

বুধবার সন্ধ্যায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান  তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে টেপা পদুমশহর গ্রামে ২ জন, মামুদপুর গ্রামে ১ জন, পালপাড়া গ্রামে ১ জন, পবনতাইড় গ্রামে ১ জন, মধ্য পবনতাইড় গ্রামে ১ জন, নয়াপাড়া ডাকবাংলা গ্রামে ১ জন, উল্যাবাজার পশ্চিমপাড়া গ্রামে ১ জন রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, আক্রান্তরা সুস্থ আছেন। তিনি আরও জানান, আক্রান্তদের বাড়িতে বড়িতে গিয়ে লাল পতাকা টানিয়ে বাড়িগুলো লকডাউন করা হযেছে। 

তিনি বলেন, আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা হয়েছে।  এছাড়া আশেপাশের কেউ যেন তাদের বাড়িতে আসা- যাওয়া না করে সে বিষয়সহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য স্বাস্থ্য কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।