- সারাদেশ
- আড়াইহাজারে করোনায় নার্সের মৃত্যু
আড়াইহাজারে করোনায় নার্সের মৃত্যু

মীরা রানী দাস
নারায়ণগঞ্জের আড়াইহাজারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মীরা রানী দাস (৫৪) নামের একজন নার্সের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মীরা রানী দাস আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হলো।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৩১ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মীরা রানী দাসের নমুনা সংগ্রহ করা হয়। ২ জুন তার রিপোর্ট পজেটিভ আসে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইশোলেশন সেন্টারে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে গত ৭ জুন তাকে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত কাঁচপুরের সাজেদা ফাউন্ডেশন হাসপাতালে পাঠানো হয়। সেখানে নার্স মীরার অবস্থার অবনতি হলে তাকে এনাম মেডিকেলে হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. উত্তম কুমার দাশ গুপ্ত জানান, উপজেলায় এ পর্যন্ত ১ হাজার ৭৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৩৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
তিনি আরও বলেন, আক্রান্তদের মধ্যে ১০২ জন সুস্থ হয়েছেন, ৩ জন মারা গেছেন। তিনি জানান, বর্তমানে আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেসনে আছেন ১০ জন ও বাড়িতে আইসোলেশনে রয়েছেন ২২১ জন রোগী।
মন্তব্য করুন