- সারাদেশ
- সিলেটে করোনা ও উপসর্গে তিনজনের মৃত্যু
সিলেটে করোনা ও উপসর্গে তিনজনের মৃত্যু

সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে একদিনে করোনাভাইরাস ও করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর সময়ে মারা যাওয়া তিনজনের মধ্যে একজন নারী। সিলেট সদর উপজেলার বাসিন্দা আব্বাস উদ্দিন (৭০) ও পারভীন বেগমের (৫০) করোনার উপসর্গ ছিল। এছাড়া গোলাপগঞ্জের মতিন মিয়া নামের এক বৃদ্ধ সকাল সাড়ে ৯টায় মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
শহীদ শামসুদ্দিন হাসপাতালের সহকারী আবাসিক চিকিৎসক (এআরএমও) ডা. জন্মেজয় দত্ত এসব তথ্য জানান।
তিনি বলেন, আব্বাস উদ্দিন ও মতিন মিয়া হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। মতিন মিয়া করোনায় আক্রান্ত ছিলেন। আব্বাস উদ্দিনের শ্বাসকষ্টের সমস্যা ছিল। তিনি করোনা আক্রান্ত না হলেও অন্য হাসপাতাল থেকে জোর করে তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছিল।
ডা. জন্মেজয় বলেন, শ্বাসকষ্টসহ আরও কয়েকটি রোগে আক্রান্ত আব্বাস উদ্দিন বুধবার রাতে ভর্তি হয়েছিলেন। আর পারভীন বেগমের করোনা পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি। তবে করোনার একাধিক উপসর্গ নিয়ে তিনি ৮ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর নমুনা সংগ্রহ করে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে দাফন করতে বলা হয়েছে।
মন্তব্য করুন