চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে নূরুল আমিন নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাতে চাঁদপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ি হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান। পরে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মৃত ব্যক্তির স্বজনরা আসার পর স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তার মরদেহ দাফনের জন্য পাঠানো হয়।