- সারাদেশ
- চিলমারীতে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু
চিলমারীতে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ কুটিরপাড় গ্রামে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে শফিকুল ইসলাম (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। তিনি এই গ্রামের মৃত নাসির উদ্দিনের পুত্র।
এদিকে এ খবর পাওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. জোবায়ের হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের একটি মেডিকেল টিম দুপুর ১২টার দিকে বাড়িতে গিয়ে মৃত শফিকুল ইসলামের নমুনা সংগ্রহ করে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম।
তিনি আরও জানান, মৃত শফিকুল ইসলাম গাজীপুরে একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে কাজ করতো। গত ৫ জুন তিনি জ্বর নিয়ে বাড়িতে আসেন। সে এখানে আসার পর তার অসুস্থতার কথা গোপন রাখে। কোথাও চিকিৎসাও নিতে যাননি বলে জানা গেছে।
এ অবস্হায় করোনার উপসর্গ থাকায় নিশ্চিত হওয়ার জন্য তার এবং তার পরিবারসহ আশেপাশের বাড়ির মোট ১১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্হাপিত পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এছাড়া নমুনা পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, মৃত শফিকুল ইসলামের মরদেহ সুষ্ঠুভাবে দাফনের জন্য এসআই আলমাসের নেতৃত্বে ৪ সদস্যের পুলিশ দল সেখানে পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ডব্লিউ এম রায়হান শাহ বলেন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্হানীয় জনপ্রতিনিধিদের যৌথ উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে মৃত শফিকুল ইসলামের মরদেহ তার বাড়ির সামনে দাফন করা হয়েছে।
মন্তব্য করুন