নীলফামারীর জলঢাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন পৌরসভার বগুলাগাড়ী এলাকার বারঘরিপাড়ার সুলতান আলীর ছেলে কারিমুল হোসেন (২৩) ও তার সহযোগী লেলিন। এর আগে ওইদিন রাতে ধর্ষণের শিকার ছাত্রীর বাবা বাদী হয়ে জলঢাকা থানায় কারিমুল হোসেনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।

মামলার এজাহার সুত্রে জানা যায়, অষ্টম শ্রেণীর ছাত্রী ওই মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে কারিমুল। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গর্ভের সন্তান নষ্ট করার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় কারিমুল। পরে মেয়েটি তার পরিবারকে সব ঘটনা জানায়।

এ বিষয় জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে বুধবার রাতেই অভিযান চালিয়ে প্রথমে কারিমুলকে আটক করা হয়। পরে ওই স্কুল ছাত্রীর জবানবন্দীতে লেলিন নামে আরকজনের সংপৃক্ততার কথা জানা যায়। পরে তাকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশের ওই কর্মকর্তা জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার দুই যুবককে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।