- সারাদেশ
- শিক্ষক ছেলেকে হত্যার দায়ে বাবা গ্রেপ্তার
শিক্ষক ছেলেকে হত্যার দায়ে বাবা গ্রেপ্তার

কুড়িগ্রামের রাজারহাটে স্কুল শিক্ষক আহসান হাবিব সানু হত্যার প্রধান আসামি তার বাবা আব্দুল হাই ঝুনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে গাজিপুর জেলার জয়দেবপুর উপজেলার সড়কঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়,গত ১মে রাজারহাট উপজেলা সদরের চাঁন্দামারী ঝাঁকুয়াপাড়া গ্রামের স্কুল শিক্ষক আহসান হাবিব সানুকে (৩৫) তারা বাবা বাবা আব্দুল হাই ঝুনুসহ অন্য দুই আসামি পারিবারিক শত্রুতার জের ধরে পিটিয়ে হত্যা করেন। এরপর থেকে ঝুনুসহ মামলার অন্যান্য আসামিরা পলাতক ছিলেন। এরই মধ্যে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে রাজারহাট থানা পুলিশের একটি টিম জয়দেবপুর থানা পুলিশের সহযোগীতায় তাকে গ্রেপ্তার করে।
রাজারহাট থানার ওসি মো. রাজু সরকার জানান, মামলার প্রধান আসামি ঝুনুকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারে পুলিশি প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন