দিনাজপুরের নবাবগঞ্জে মহাসড়কে ওপর থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া লাশের মুখ রাস্তায় থাকায় চলন্ত গাড়িগুলোর চাপায় মাথা থেঁতলে গেছে। 

বৃহস্পতিবার সকালে নবাবগঞ্জ থানার ভাদুরিয়া বাজারের পশ্চিমে হোলায়যানা এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুল জলিল বলেন, দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে হোলায়জানা এলাকায় রাস্তার পাশে এক বৃদ্ধের লাশ দেখে নবাবগঞ্জ থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে থেকে নিহত বৃদ্ধের লাশটি উদ্ধার করা হয়েছে। তবে লাশের মুখের উপর দিয়ে চলন্ত গাড়ির চাকা যাওয়ায় থেঁতলে মাথার মগজ বেরিয়ে গেছে। সে কারণে স্থানীয়রা নিহত বৃদ্ধের লাশ দেখে চিনতে পারছেন না। বৃদ্ধকে দেখে কিছুটা প্রতিবন্ধী মনে হচ্ছে।

তিনি আরো বলেন,নিহত বৃদ্ধের মুখে বড় বড় দাড়ি রয়েছে। পরনে একটি লুঙ্গি থাকলেও গায়ে কোন জামা ছিল না। লাশের পাশে পায়ের জুতা পাওয়া গেছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অজ্ঞাত এক বৃদ্ধের লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসি খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।