- সারাদেশ
- চট্টগ্রামে বাসে নারী শ্রমিক ধর্ষণের ঘটনায় আটক ২
চট্টগ্রামে বাসে নারী শ্রমিক ধর্ষণের ঘটনায় আটক ২

চট্টগ্রামের অক্সিজেন মোড় এলাকায় জোরপূর্বক পার্কিং করা বাসে তুলে নারী শ্রমিককে ধর্ষণের মামলায় দুই আসামিকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার তাদের আটক করা হয। তারা হলেন- ফটিকছড়ির নারায়নহাট এলাকার আবদুর রহিমের ছেলে মো. শাহাজাহান ও রাউজানের নদীমপুর এলাকার মো. বেলাল উদ্দিনের ছেলে মো. মিজান। তারা নারী শ্রমিককে ধর্ষণে সহায়তাকারী বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, বায়েজিদ থানার অক্সিজেন মোড় এলাকায় বাসে নারী শ্রমিককে ধর্ষণের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তারা ধর্ষণে সহায়তাকারী। তাদের বায়েজিদ থানায় হন্তান্তর করা হয়েছে। এর আগে ৯ জুন ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মো. ইসমাইল নামে একজনকে আটক করে র্যাব।
আটক মো. ইসমাইল বায়েজিদ থানার শহিদনগর এলাকার নুর ইসলাম সর্দারের বাড়ির মো. আবু তাহেরের ছেলে। তার বিরুদ্ধে বায়েজিদ থানায় দুইটি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
৭ জুন সকালে কর্মস্থলে যেতে অক্সিজেন মোড়ে অপেক্ষা করছিলো ওই নারী শ্রমিক। বৃষ্টির কারণে তিনি সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় ইসমাইল ও তার এক সহযোগী ওই নারীকে জোরপূর্বক রাস্তার পাশে পার্কিং করা একটি বাসে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে তার কাছ থেকে মোবাইল, টাকা ছিনিয়ে নিয়ে ঘটনা কাউকে না জানাতে হুমকি দেয়। মেয়েটি ওইদিন ভয়ে কাউকে এই ঘটনা জানায়নি। থানায়ও কোনো অভিযোগ করেনি। ওই নারী ৮ জুন র্যাব-৭ কার্যালয়ে এসে লিখিত অভিযোগ দেয়। পরে র্যাব অভিযানে নেমে ইসমাইলকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইল ধর্ষণের কথা স্বীকার করেছে।
মন্তব্য করুন