কক্সবাজারে করোনা রোগীদের জন্য ৫০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে শ্রীম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব)। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের হিলডাউন সার্কিট হাউজের মিলনায়তনে এক অনুষ্ঠানে সিভিল সার্জন ডা: মো. মাহবুবর রহমানের কাছে এসব অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া হয়।

সেব মহাস‌চিব ন‌জিবুল ইসলাম বলেন, অ‌ক্সি‌জেন সি‌লিন্ডারগু‌লোর মধ্যে ১২ টি সেট সহায়তা হিসেবে প্রদান করেছে ফিড কেমিক্যাল সাপ্লাইয়ার এসোসিয়েশন। করোনা মহামারীর শুরুতেই সেব মানবিক ও সামাজিক দ্বায়বদ্ধতা থেকে এই সংকট মোকাবেলায় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই মানবিক কাজ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ডা: মাহবুবর রহমান বলেন, কক্সবাজারের দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ও সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার করোনা রোগীর আইসোলেশন সেন্টারগুলোতে চিকিৎসার জন্য  জরুরি হাইফ্লো-অক্সিজেন কেনোলার (হাই স্প্রিড অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ নিয়ে চিকিৎসা কেন্দ্রগুলোতে কিছুটা সংকটও বিরাজ করছে।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, সেব কর্তৃক করোনা রোগীদের চিকিৎসা সেবায় অক্সিজেন সিলিন্ডার প্রদান অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এর মধ্য দিয়ে রোগীদের চিকিৎসা সেবায় অক্সিজেন প্রদান অব্যাহত রাখা সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, শ্রীম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ ( সেব ) এর মহাসচিব মো. নজিবুল ইসলাম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা: মো. মাহবুবর রহমান, সেব এর কোষাধ্যক্ষ মোহাম্মদ আলমগীর প্রমুখ।