- সারাদেশ
- সিলেটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
সিলেটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
সিলেটের দক্ষিণ সুরমায় রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের ষাটঘর এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ওই লাশ উদ্ধার করা হয়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানিয়েছেন, আনুমানিক ৪০ বছর বয়সী এই ব্যক্তির পরনে গ্যাবাডিনের প্যান্ট ও হাফ হাতা চেক শার্ট ছিল। এছাড়া তার পকেটে কিছু ওষুধ পাওয়া যায়।
সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার মো. জেদান আল মুসা জানিয়েছেন, স্থানীয় লোকজনের মারফত খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। বর্তমানে লাশ হাসপাতাল মর্গে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। মরদেহের পকেটে কিছু ঔষধ থাকলেও পরিচয় নিশ্চিত হওয়ার মত কিছু পাওয়া যায়নি।
বুধবার বিকেলে দক্ষিণ সুরমার সিলাম ধোপাঘাটে সড়কের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় ‘অজ্ঞাত’ পরিচয় লাশ উদ্ধার করেছিল পুলিশ। প্রাথমিকভাবে যুবকের পরিচয় নিশ্চিত না হলেও মুখ ও মাথায় আঘাতের চিহ্ন থাকায় হত্যাকাণ্ড বলে ধারণা করে পুলিশ। বৃহস্পতিবার ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল। লাশও পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি খায়রুল ফজল আরও বলেন, নিহত ব্যক্তি বালাগঞ্জ উপজেলার ঘরপুর দত্তপুর গ্রামের আব্দুল আলীর ছেলে ইউনুস আহমদ শামীম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি লাইভ দেখে শামীমের ভাগিনা আলী ইমরানের সন্দেহ হয়। এরপর শামীমের পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ শনাক্ত করেছেন। অন্য কোথাও হত্যা করে লাশ ওখানে ফেলে রাখা হয়েছিল বলে জানান ওসি।
মন্তব্য করুন