- সারাদেশ
- অসহায়দের ঈদের সেমাই-চিনি বিতরণ হয়নি এখনও
অসহায়দের ঈদের সেমাই-চিনি বিতরণ হয়নি এখনও
কুড়িগ্রামের উলিপুরে ঈদের আগে বিতরণের জন্য সেমাই-চিনিসহ বরাদ্দকৃত ৬৫ মেট্রিকটন জিআর ত্রাণের চালবঞ্চিত হয়েছে সাড়ে ৬ হাজার দুস্থ পরিবার। অভিযোগ উঠেছে, ক্ষমতাসীন দলের সঙ্গে ইউপি চেয়ারম্যানদের উপকারভোগী বাছাই নিয়ে দ্বন্দের কারণে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে দুস্থদের জন্য নতুন করে আরো ৮০ মেট্রিকটন চাল বরাদ্দ আসলেও তাও বিতরণ করা সম্ভব হচ্ছে না।
অন্যদিকে খাদ্য গুদামে চাল পড়ে থাকার কারণে জায়গার অভাবে ধান ক্রয় অভিযান ব্যহত হচ্ছে বলেও খাদ্য গুদাম কতৃপক্ষ জানিয়েছে।
জানা গেছে, গত ঈদুল ফিতরের আগে দুস্থদের জন্য সেমাই-চিনিসহ ৬৫ মেট্রিকটন চাল ও ২ লাখ টাকা বরাদ্দ আসে। সে অনুযায়ী উপজেলা প্রকল্প বাস্তাবায়ন অফিস থেকে গত ১৯ মে সংশ্লিষ্ট উপজেলার ১৩ ইউপি চেয়ারম্যানের অনুকুলে ডিও ছাড় করা হয়। কিন্তু ইউপি চেয়ারম্যানদের সঙ্গে সরকার দলীয় নেতাদের উপকারভোগী নির্বাচনে দরকষাকষিতে তালিকা প্রনয়ণ ও ত্রাণ বিতরণ করা সম্ভব হয়নি। এমনকি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা ডিও খাদ্য গুদামে জমা দিলেও বরাদ্দকৃত চাল উত্তোলন করেননি। ফলে উপজেলার সাড়ে ৬ হাজার দুস্থ পরিবারের ঈদ আনন্দ ম্লান হয়ে গেছে। এদিকে নতুন করে আবারও ৮০ মেট্রিকটন চাল জিআর ত্রাণ বরাদ্দ আসলেও এ জটিলতার কারণে তাও বিতরণ করা যাচ্ছে না।
গুনাইগাছ ইউপি চেয়ারম্যান খোকা জানান, সরকারদলীয় নেতারা শতকরা ১৫ ভাগ তালিকা দিতে চাওয়ায় কোন ইউপি চেয়ারম্যান রাজি হননি। ফলে ডিও খাদ্য গুদামে জমা দেওয়া হলেও সমাধান না হওয়ায় চাল উত্তোলন করা হয়নি।
গুনাইগাছ ইউনিয়নের দুস্থ অসহায় আলিজন বেওয়া (৬৫), কর্মহীন অসহায় নুর ইসলাম(৬০) বলেন, ‘শুনছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হামার জন্য সেমাই-চিনি দিছে, তাক না পায়া ঈদে হামার চুলায় জ্বলে নাই।’
দলদলিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি বলেন, ৫ মেট্রিকটন চাল ও সেমাই-চিনি কেনার টাকা বরাদ্দ পাওয়া গেলেও সরকার দলীয় নেতাদের কারণে কোন চেয়ারম্যান চাল উত্তোলন করেননি। তাছাড়া অল্প পরিমাণ বরাদ্দ হওয়ায় ঈদের আগে বিতরণে কেউ ঝুঁকিও নিতে চাননি।
উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি দূর্গাপুর ইউপি চেয়ারম্যান আবেদ আলী সরদার বলেন, সরকারদলীদের নেতাদের চাওয়া পাওয়া বেশি হওয়ায় চেয়ারম্যানরা ত্রাণের চাল বিতরণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।
গুনাইগাছ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মোজাম্মেল হক অভিযোগ করেন, সরকারি দলের সঙ্গে সমন্বয় করে সুষ্ঠু ত্রাণ বিতরণে চেয়ারম্যানদের অনিহায় এ পরিস্থিতির সৃষ্ঠি হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা বলেন, বরাদ্দ পাওয়ার পর যথারীতি সংশ্লিষ্ট চেয়ারম্যানদের ডিও প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বহী কর্মকর্তা মো. আব্দুল কাদের বলেন, ঈদের আগে বিতরণের জন্য বরাদ্দকৃত সেমাই-চিনিসহ জিআর চাল একটু সমস্যার কারণে বিতরণ করা সম্ভব হয়নি। দু’একদিনের মধ্যে বিতরণের ব্যবস্থা করা হবে।
কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের এমপি অধ্যাপক এম এ মতিন জানান, তাকে এ বিষয়ে প্রশাসন থেকে কিছুই জানানো হয়নি। তবে ঈদের সেমাই চিনি দুস্থরা কেন পেল না তার জবাব প্রশাসনকে দিতে হবে।
মন্তব্য করুন