খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই ওয়ার্ডের ফোকাল পার্সন ডাক্তার মিজানুর রহমান জানান, শ্বাসকষ্ট নিয়ে নগরীর খালিশপুর থানার ক্রিসেন্ট বাজার এলাকার আব্দুর রব মোল্লার স্ত্রী রাবেয়াকে (৫৯) আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি রাতে মারা গেছেন। সকালে করোনাভাইরাস পরীক্ষা করার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছিল।