- সারাদেশ
- চাটমোহরে আরও একজনের করোনা শনাক্ত, গ্রামীণ ব্যাংকের শাখা লকডাউন
চাটমোহরে আরও একজনের করোনা শনাক্ত, গ্রামীণ ব্যাংকের শাখা লকডাউন
-Korona-Ak-samakal-5ee3cc359e2c1.jpg)
পাবনার চাটমোহরে আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। তিনি গ্রামীণ ব্যাংক চাটমোহর শাখার প্রোগ্রাম ম্যানেজার। তিনি গত বছরের জুলাইতে চাটমোহরে যোগদান করেন। তার বাড়ি বগুড়া।
গত ৩১ মে থেকে চাটমোহর বাসস্ট্যান্ডের একটি বাসায় ভাড়া থাকেন তিনি। বাড়ির মালিক আশরাফ আলী জানান, গত ১ জুন থেকে তার জ্বর আসে। ১০ জুন সন্ধ্যায় তিনি গ্রামের বাড়ি বগুড়াতে চলে যান। শুক্রবার বিকেলে তার ফলাফল পজিটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শুয়াইবুর রহমানও এই তথ্য নিশ্চিত করে জানান, ৭ জুন তার নমুনা রাজশাহীতে রিসিভ করা হয়। শুক্রবার ফলাফল পজিটিভ পাওয়া যায়।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনা সেলের সভাপতি সরকার মোহাম্মদ রায়হান এই তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে বগুড়ার বকশিবাজার এলাকায় আনোয়ার হোসেনের ৬ তলা ভবনে অবস্থান করছেন তিনি।
ইউএনওর নির্দেশে চাটমোহর পৌরসভা স্যানিটারী ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ দুলাল সন্ধ্যা সাড়ে ৭টায় বাসস্ট্যান্ডের ওই বাড়ি এবং গ্রামীণ ব্যাংক লকডাউন করে দেন।
উল্লেখ্য, এ নিয়ে চাটমোহরে মোট চারজন করোনা রোগী শনাক্ত হলো। তার মধ্যে দুইজন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
মন্তব্য করুন