পাবনার চাটমোহর-বাঘাবাড়ী সড়কের মন্ডতোষ এলাকায় শুক্রবার সন্ধ্যায় বালুভর্তি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জুয়েল রানা (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।

নিহত জুয়েল রানা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের পাথাইল হাট গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি চাটমোহর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

জানা গেছে,  শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে জুয়েল রানা পাবনার ফরিদপুর থেকে মোটরসাইকেল যোগে তার বাড়ি ফিরছিলেন। পথে ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আবরার মাহমুদ জানান, চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে জুয়েল মারা যায়। 

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ওসি সেখ নাসির উদ্দিন বলেন, পুলিশ জানার আগেই পরিবারের লোকজন হাসপাতাল থেকে মরদেহ নিয়ে গেছে। কেউ অভিযোগ দেয়নি।