- সারাদেশ
- নোয়াখালীতে জোড়া খুন: ১৫ দিনেও গ্রেপ্তার নেই
নোয়াখালীতে জোড়া খুন: ১৫ দিনেও গ্রেপ্তার নেই

নোয়াখালী সদর উপজেলায় মা-মেয়ে হত্যাকাণ্ডের ১৫ দিন পেরিয়ে গেলেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় মামলার বাদীর মধ্যে হতাশা বিরাজ করছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশ বলছে আসামি গ্রেপ্তারে চেষ্টা চলছে।
সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের তিরানব্বই সাল্লা ওরফে কাজীরটেক গ্রামে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় গত ২৮ মে রাতে স্ত্রী বিবি মরিয়ম আক্তার (২৫) ও তার তিন মাস বয়সী শিশু মায়মুনা আক্তারকে হত্যা করে স্বামী আকবর হোসেন বাবর। রাতে হত্যা শেষে স্ত্রীর লাশ বাড়ির অদূরে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে এবং শিশু সন্তানের লাশ পুকুরে ফেলে পরিবারের লোকজন নিয়ে পালিয়ে যায়। পরদিন সকালে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মা-মেয়ের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ূয়া বলেন, আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। তারা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের অবস্থান নিশ্চিত হতে সময় লাগছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মো. আবদুর রহিম বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান।
মন্তব্য করুন