রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় বিজিবির দু’জন ল্যান্স নায়েক নিহত হয়েছেন। তারা হলেন- ল্যান্স নায়েক জোবায়ের ও ল্যান্স নায়েক সাঈদ।

গোদাগাড়ী থানার ওসি খাইরুল ইসলাম জানান, শনিবার সকালে গোদাগাড়ী কলেজ মোড়ে বিজিবির ট্রাকের সঙ্গে কাপড়বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিজিবির ল্যান্স নায়েক জোবায়ের মারা যান। পরে রামেক হাসপাতালে মারা যান ল্যান্স নায়েক সাঈদ। 

তিনি আরো জানান, ৫৯ বিজিবির ১২ জন এবং ৫৩ বিজিবির ৯ জন সদস্য নিয়ে প্রশিক্ষণের জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে বিজির ২১ জন সদস্য নিয়ে একটি ট্রাক আসছিলো। বিপরীত দিক থেকে আসছিলো একটি কাপড়বোঝাই ট্রাক। দু’টি ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জোবায়ের মারা যান।  হাসপাতালে মারা যান সাঈদ। অপর ১৯ জন সদস্যের সবাই হালকা জখম ও আহত হয়েছেন।