ময়মনসিংহের ফুলবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধোরে ইমান আলী (৫০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার চৌদা উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকরা হলেন ওই গ্রামের নাজমুল, নাজমা ও আজিজুল।

স্থানীয়রা জানায়, অনেকদিন ধরেই পাশের বাড়ি নাজমুল গ্রুপের সঙ্গে একটি ড্রেনের পানি জমে থাকা নিয়ে বিরোধ চলছিল ইমান আলী গ্রুপের  । গত দুদিনের বৃষ্টিতে পানি জমাকে কেন্দ্র করে সকালে আবার দু’পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।  এ সময় নাজমুল গ্রুপের লোকজন এলোপাথারিভাবে ইমান আলী কে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, সামান্য ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাস্থল থেকে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।