মানিকগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজন মারা গেছেন। এদের একজন বিজয় সরকার ও অন্যজন মিজানুর রহমান। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ৫ জন মারা গেলেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে জেলায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জে নতুন করে আরও ১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ জানান, করোনা পজিটিভ নিয়ে ঢাকা জেলার ধামরাই উপজেলার বিজয় সরকার (৪৫) নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। শারীরিক অবস্থার অবনিত হলে স্বজনরা তাকে শুক্রবার রাতে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

এছাড়া কুষ্টিয়ার বাসিন্দা মিজানুর রহমান (৪৫) কর্মসূত্রে মানিকগঞ্জ থাকতেন। তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালের কভিড-১৯ ওয়ার্ডে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে শুক্রবার ঢাকার কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকায় নেওয়ার পথেই তিনি মারা যান। 

ডা. আরশাদ উল্লাহ জানান, গত ২৪ ঘণ্টায় আর ১৭ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ৪০৪ জন। নতুন শনাক্তদের মধ্যে সাটুরিয়া উপজেলায় সাত জন, সিংগাইর উপজেলায় পাঁচজন, ঘিওর উপজেলায় তিন জন এবং মানিকগঞ্জ সদর উপজেলায় দুই জন রয়েছেন।