লক্ষ্মীপুরে করোনায় একজন স্কুল শিক্ষকসহ দুইজন মারা গেছেন। এরা হচ্ছেন, রামগতি উপজেলার মেহেরপুর বেসরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল উদ্দিন (৫২) এবং রামগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামের বাসিন্দা সালমা আক্তার (৫০)। জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট মারা গেছেন ৬ জন। এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় পুলিশ-আনসারসহ আরও ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৭৮ জনে পৌঁছলো। 

সিভিল সার্জন জানান, স্কুলশিক্ষক কামাল উদ্দিনের করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়া রামগঞ্জের সালমা আক্তারের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মারা যাওয়া দু’জনের বাড়ির সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।