- সারাদেশ
- কুড়িগ্রামে গণপরিবহণে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর অবস্হানে পুলিশ
কুড়িগ্রামে গণপরিবহণে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর অবস্হানে পুলিশ

বাস টার্মিনাল পরিদর্শনে জেলা পুলিশ- সমকাল
গণপরিবহণে অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী পরিবহণ ও চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্হান নিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এ নিয়ে উপজেলাগুলোসহ সারা জেলায় অভিযান চালানো হচ্ছে।
একইসঙ্গে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্হ্য বিধি সকলে যাতে মেনে চলেন এজন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এই কার্যক্রমের আওতায় শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নেতৃত্বে জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা জেলা শহরের ঘোষপাড়া, বাজার রোড ও দাদা মোড় এলাকা অবস্হিত হক স্পেশাল, নাবিল, শ্যামলী, এনা, এসএন, ফাহমিদা হক, সুরমা, কর্ণফুলী, আরএস, কান্তি ও বৈশাখীসহ দূরপাল্লার দিবা ও নৈশ কোচের টিকিট বিক্রির কাউন্টার ও যাত্রীদের অপেক্ষাগার পরিদর্শন করেন।
পুলিশ সুপার কাউন্টারের কর্মচারী, সেখানে অবস্হানরত যাত্রী, কোচের চালক, সুপারভাইজার ও হেলপারদের সঙ্গে কথা বলেন এবং স্বাস্হ্য বিধি মেনে চলার পরামর্শ দেন। পাশাপাশি সকল যাত্রীদের মাস্ক ব্যবহার ও নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি। এছাড়া সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এ সময় পুলিশ সুপারের সঙ্গে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজার রহমান এবং জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী ও জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিদুল ইসলাম সরদারও উপস্হিত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গণপরিবহণগুলোতে স্বাস্হ্য বিধি যথাযথভাবে যাতে মানা হয় এজন্য পুলিশ কঠোর অবস্হানে রয়েছে। এখন সবার দ্বারে দ্বারে গিয়ে বোঝানো হচ্ছে। এরপর বিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন