- সারাদেশ
- বগুড়ায় করোনায় ৩ ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু
বগুড়ায় করোনায় ৩ ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জন ও উপসর্গ নিয়ে আরও ৪ জন মারা গেছেন।
জেলার করোনা আইসোলেশন কেন্দ্র মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, শুক্রবার সকালে ভর্তি অবস্থায় কাহালু উপজেলার নাইম (১৪), বিকেলে শহরের ফুলবাড়ি এলাকার মমতাজুর রহমান (৭০), রাত পৌনে নয়টার দিকে হাসপাতালে নেয়ার পথে শহরের রহমানগর এলাকার বিজন কুমার নিয়োগী (৫২) মারা যান। রাত নয়টায় জেলার শিবগগঞ্জ উপজেলার রাব্বি (৪৫), রাত ১০ টায় শহরের কলোনী এলাকার শামীম আহম্মেদ বুলু (৫৬) মারা যান। এছাড়া শনিবার সকালে পাবনার ইমরান নাজির (৩৬), বগুড়া শহরতলীর বারোপুর এলাকার হারুন অর রশিদ (৭২) মারা যান।
হাসপাতালের আরএমও আরও জানান, মৃতদের মধ্যে মমতাজুর রহমান, বিজন কুমার নিয়োগী এবং হারুন অর রশিদের করোনা পজিটিভ ছিল। অন্যরা করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া শামীম আহম্মেদ বুলু এখানে ভর্তি ছিল, তাকে ঢাকায় নেয়ার পথে মারা গেছেন। বিজন কুমার নিয়োগী হাসপাতালে পৌছার আগেই মারা যান।
শুধু মোহাম্মদ আলী হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১৬ জন মারা গেছেন বলেও জানান ডা. শফিক আমিন কাজল।
জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত ১৪ জন করোনা পজিটিভ হয়ে মারা গেছে। মোট আক্রান্ত ১ হাজার ১৮৬ জন, সুস্থ্য হয়েছেন ৮৬ জন।
মন্তব্য করুন