ঝিনাইদহের কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ফয়েজ উদ্দীন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে তিনি মারা যান।

মৃত ফয়েজ উদ্দীন উপজেলার কুল্ল্যাপাড়া গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে। তিনি ঢাকার ন্যাশনাল ব্যাংক দিলকুশা কর্পোরেট শাখায় কর্মরত ছিলেন।

নিহতের ভাই গিয়াস উদ্দীন জানান, আমার ভাই দীর্ঘদিন অ্যাজমা রোগে ভুগছিলেন। কিছুদিন আগে তিনি জ্বরে আক্রান্ত হন। বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনাও সংগ্রহ করে পাঠানো হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে তিনি মারা যান। 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা জানান, ওই ব্যক্তির শরীরে করোনার উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না।